গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৯৮ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে সাত হাজার ৫৩৫ জনের।শনাক্তের হার ১৯ দশমিক ১৮। সুস্থতা ফিরে পেয়েছেন ১২ হাজার ৯৫০ জন করোনা রোগী। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৪ হাজার ৫৪৭ জন। সুস্থ হয়েছেন ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন। ৮৪ লাখ ৮০ হাজার ৮১৪টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৯০।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৩৮ হাজার ৮৮১টি,পরীক্ষা হয়েছে ৩৯ হাজার ২৭৮টি। মৃতদের মধ্যে পুরুষ ১১৬ জন, নারী ৮২ জন। বিভাগের মধ্যে ঢাকায় ৭২ জন, চট্টগ্রামে ৫২ জন, রাজশাহীতে নয় জন, খুলনায় ২৬ জন, বরিশালে সাত জন, সিলেটে ১৮ জন, রংপুরে ছয় জন এবং ময়মনসিংহে আট জন। সরকারি হাসপাতালে ১৫১ জন, বেসরকারি হাসপাতালে ৪১ জন এবং বাড়িতে তিন জন মারা গেছেন। বাকি তিন জনকে হাসপাতালে আনা হয় মৃত অবস্থায়।
এমকে