সাগরে লঘুচাপ, ঢাকাসহ দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারী বৃষ্টিবঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ সুস্পষ্টে পরিণত হলে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে। হতে পারে ভারী বৃষ্টিও। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে নদী বন্দরের দিকে।মঙ্গলবার এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা বলছে, মৌসুমি বায়ু ও লঘুচাপটির প্রভাবে সৃষ্ট সঞ্চারণশীল মেঘ থেকে রাজধানীসহ দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সন্দ্বীপে, ৭৬ মিলিমিটার। আরো কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ঝড়ো হাওয়ার আশঙ্কা থেকে নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্রবন্দরে সংকেত দেখাতে বলা হয়নি এখনো।
লঘুচাপটি ও মৌসুমি বায়ুর গতি-প্রকৃতি সম্পর্কে আবহাওয়া অধিদফতর জানায়, এখন ভারতের উড়িষ্যা উপকূলে অবস্থান করছে লঘুচাপটি। সেখান থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় আছে।
এমকে