ছাত্রলীগ নেতা নোবেলকে গুলি করে হত্যা

১৭ অগাস্ট ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

জমি নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রাম মহানগরীর ওমরগণি এমএইএস কলেজ ছাত্রলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন নোবেলকে (৪২) গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৫ জন।  মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের  চকরিয়ার সিকদারপাড়ায়  তার  গ্রামের বাড়িতে তাকে হত্যা করা হয়। তার বাবার নাম মৃত আব্দুল খালেক সিকদার। আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

নোবেল পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান প্রার্থী ছিলেন বলে জানা গেছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে পারেননি। বলেছেন, জমির বিরোধে এক পক্ষের গুলিতে একজন নিহতের খবর পেয়েছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর