মন্তব্য
একদিনের হিসাবে চলতি বছরে রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন গত ২৪ ঘণ্টায়- ৩২৯ জন।এর মধ্যে ঢাকাতেই ভর্তি হয়েছেন ৩০৬ জন, বাকিরা ঢাকার বাইরে। আর এনিয়ে চলতে মাসে ভর্তি হয়েছেন তিন হাজার ৯৯২ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে এসব জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায় বর্তমানে এক হাজার ১১৪ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।এর মধ্যে ঢাকায় আছেন এক হাজার ৪৮ জন, বাকি ৬৬ জন অন্যান্য বিভাগে।আর চলতি বছরে সবমিলে হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় হাজার ৬৫০ জন। এর মধ্যে চিকিৎসায় সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৫১০ জন।২৬ জন মারা গেছেন।