গভীর রাতে ভেঙে পড়ল হেলে পড়া সেতুটি

১৭ অগাস্ট ২০২১

বাগেরহাট প্রতিনিধি:

অবশেষে ভেঙে পড়েছে বাগেরহাটের শরণখোলায় রায়েন্দা খালের ওপরে থাকা হেলে পড়া সেতুটি।সোমবার গভীর রাতে ভেঙে পড়ার পর থেকেই ওই পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে খোন্তাকাটা ইউনিয়ন ও রায়েন্দা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে, ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। গত বছর সেতুটি একদিকে হেলে পড়লে সংস্কার করে সাময়িক চলাচলের ব্যবস্থা করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

স্থানীয় বাসিন্দা তাইজুল ইসলাম বলেন, এ সেতুটি দীর্ঘদিন ধরে ঝুকিপূর্ণ ছিলো। তারপরেও এলাকার মানুষ কোনোরকম যাতায়াত করতো। সকালে এসে দেখি, এটি ভেঙে খালে পড়ে আছে। এতে খালের দুই পাড়ের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মোশাররফ হোসেন মনি, ফারুক হাওলাদারসহ কয়েকজন জানান, সেতুটি প্রায় সাত-আট বছর ধরে চলাচলের প্রায় অনুপযোগী ছিলো। গত বছর একবার হেলেও পড়ে। অনেকবার বলা সত্ত্বেও কর্তৃপক্ষের উদাসীনতা আর সংস্কারের অভাবেই সেতুটি ভেঙেছে। দ্রুত সেতুটি সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাদুজ্জামান মিলন বলেন, এলজিইডি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোহ করেছি, যেন দ্রুত সেতুটি মেরামত করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, কয়েক বছর আগে সেতুটি পরিত্যক্ত ঘোষণা করে মানুষ এবং যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। সেতুটি অপসারণ করে, নিলামে দেয়ার প্রক্রিয়া চলছে। নতুন সেতু নির্মাণের জন্য সম্ভ্যাব্যতা যাচাইয়ের কাজ চলছে বলেও জানান এ কর্মকর্তা।

নুরুজ্জামান শেখ/এমকে

 


মন্তব্য
জেলার খবর