রণবীর-আলিয়ার বিয়ে, মুখ খুললেন আলিয়া

১২ ফেব্রুয়ারী ২০২২

আলিয়া ভাট ও রণবীর কাপুর জুটির প্রেমের সম্পর্ক গোপন কোনো বিষয় নয়। দীর্ঘ দিন ধরে একসাথে রয়েছেন তারা। নিজেরাই প্রকাশ্যে নিয়ে এসেছিলেন তাদের সম্পর্কের খবর।

 

গত বছর একটি সাক্ষাৎকারে রণবীর কাপুর জানিয়েছিলেন, করোনা না থাকলে হয়তো একুশেই বিয়ে হয়ে যেতো তাদের। তবে এবার আলিয়া নিজেই মুখ খুললেন রণবীরের সঙ্গে তার বিয়ে নিয়ে। একটি সাক্ষাৎকারে আলিয়া বলেন, বেশকিছু বছর আগেই আমি নিজের কল্পনায় রণবীরের সঙ্গে বিয়ে সেরে ফেলেছি।

 

এদিকে বলিপাড়ায় যেন বিয়ের মৌসুম চলছে। রণবীর-আলিয়ার বিয়েও হয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকে। সে সম্ভবনা অবশ্য উড়িয়ে দেওয়ার মতো নয়। কেননা রণবীর নিজেই বলেছেন, করোনা না থাকলে একুশেই বিয়ে করে ফেলতেন।

 

শোনা যাচ্ছিল, আগামী এপ্রিল মাসেই বিয়ের মণ্ডপে বসতে চলেছেন তারা। ইতিমধ্যেই ভাট ও কাপুর পরিবারে শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি। শুধু তাই নয়, জানা গেল তাদের ওয়েডিং ডেস্টিনেশনও। জল্পনা রটেছে সম্ভবত রাজস্থানের রনথম্বরেই বসতে চলেছে রণবীর-আলিয়ার বিয়ের আসর।

 

এই মুহূর্তে দু’জনেই ব্যস্ত নিজের আসন্ন ছবি নিয়ে। একদিকে ২৫শে ফেব্রুয়ারি মুক্তি পাবে আলিয়ার ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। অন্যদিকে ২২শে জুলাই মুক্তি পাবে রণবীরের ‘সামশেরা’।

 

জানা গেছে, আলিয়া এবং রণবীরের বিয়ে পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ তাদের আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’। চার হাত এক হওয়ার আগে এই জুটি চায় তাদের একসঙ্গে অভিনীত প্রথম ছবিটি মুক্তি পাক। তবে এখনো পর্যন্ত প্রোডাকশন টিম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ছবিটি মুক্তি পাবে আগামী সেপ্টেম্বরে। অভিনেতাদের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে বিয়ের আনন্দে মাতার আগে হাতের কাজগুলো সুষ্ঠুভাবে শেষ করতে চান তারা।

 

আরআই


মন্তব্য
জেলার খবর