মন্তব্য
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা ১১ নম্বর সড়কে ফাঁকা রাস্তায় আচমকাই উল্টে গেছে পোশাক শ্রমিকদের বহনকারী একটি বাস। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ও প্রাণহানি না ঘটলেও বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পতেঙ্গা থানা পুলিশ জানায়, শ্রমিকদের নিয়ে কারখানার দিকে যাচ্ছিল বাসটি। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করেন স্থানীয়রা। পরে দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি টিম। সামান্য আহতদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে বেশ কয়েকজন শ্রমিককে পাঠিয়ে দেয়া হয় কর্মস্থলে। পতেঙ্গা থানার ওসি জোবাইর সৈয়দ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
দিলীপ কুমার তালুকদার/এমকে