তারিকুল ইসলাম, শেরপুর:
জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতায় দেশে জঙ্গিবাদের উত্থান হয়। জঙ্গি রাষ্ট্র বানাতে ৬৩ জেলায় একযোগে এ হামলা চালায় তাদের মদদপুষ্ট জঙ্গিরা। কিন্তু মানুষ এ জঙ্গিবাদকে চিরদিনের জন্য প্রত্যাখ্যান করেছে।
মঙ্গলবার দুপুরে শেরপুর শহরের রঘুনাথ বাজার মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে শেরপুর জেলা আওয়ামী লীগ।
সমাবেশে আরো বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু ও আনোয়ারুল হাসান উৎপল, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
এমকে