শাহ আমানতে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

১৭ অগাস্ট ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু করার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।  মঙ্গলবার শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন এ বিমানবন্দরে বন্ধ ছিল আন্তর্জাতিক ফ্লাইট চলাচল।

উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, মঙ্গলবার থেকেই আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ ও উড্ডয়নের নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইট উঠা-নামার জন্য বিমান বন্দর উন্মুক্তও ঘোষণা করা হয়েছে। কিন্তু কবে নাগাদ ফ্লাইট অপারেশন চালু হবে এটা নির্ভর করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসরকারি উড়োজাহাজ কোম্পানিগুলোর ওপর। ফ্লাইট অপারেশনের জন্য তাদের কিছু প্রস্তুতি আছে, সেসব শেষে অপারেশন চালু হবে।

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য উন্মুক্ত ঘোষণা করা হলেও শাহ আমানতে এয়ার বাবল ফ্লাইট বন্ধ থাকবে জানিয়ে ফরহাদ হোসেন আরো বলেন, আমাদের পক্ষ থেকে বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। করোনা পরীক্ষা সনদ ও টিকা নেয়ার সনদসহ করোনা পরিস্থিতিতে আরোপিত আন্তর্জাতিক নিয়ম মেনেই ফ্লাইট অপারেট করা হবে।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে 

 


মন্তব্য
জেলার খবর