মন্তব্য
আফগানিস্তানে কূটনৈতিক মিশন ও সেখানে তুরস্কের নাগরিকদের বিষয়ে তালেবানের বার্তাকে আমরা স্বাগত জানাই। তারা যা বলেছে তা কাজেও দেখাবে বলে আশা করছি।
জর্ডানের রাজধানী আম্মানে এক সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু ্ এসব কথা বলেছেন।
মেভলুত কাভুসোগলু ্ জানান, আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলছে। আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তিপ্রতিষ্ঠায় সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক।
বিবিসি বাংলা