কোনো সমস্যায় জড়াতে চায় না তালেবান

১৮ অগাস্ট ২০২১

কেউ আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কোনো সমস্যায় জড়াতে চাই না। ১৭ আগস্ট রাতে সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ এসব কথা বলেন।

তিনি বলেন, ধর্মীয় নীতি অনুযায়ী কাজ করার অধিকার আমাদের আছে। মূল্যবোধ অনুযায়ী নিজস্ব আইন-কানুন মানার অধিকার আফগানদের আছে।

তিনি আরো বলেন, নারীদের অধিকার প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ। কোনো বৈষম্য থাকবে না। সবাইকে আমরা ক্ষমা করে দিয়েছি। শত্রুতা শেষ হয়ে গেছে। আমরা কোন বাহ্যিক বা অভ্যন্তরীণ শত্রু চাই না। আমরা শান্তি চাই।

বিবিসি


মন্তব্য
জেলার খবর