বরিশালকে হটিয়ে শীর্ষে কুমিল্লা

১২ ফেব্রুয়ারী ২০২২

মঈন আলীর ব্যাটিং নৈপূণ্যে খুলনাকে ৬৫ রানের বিশাল ব্যবধানে হারালো খুলনা। ৭৫ রানের লড়াকু স্কোর আসে মঈনের ব্যাট থেকে। ১টি চার ও ৯ ছক্কার মারে এ রান করেন তিনি। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে শীর্ষস্থান ধরে রেখেছিল বরিশাল।

 

টস হেরে প্রথমে ব্যাট করে কুমিল্লা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান করে তারা। এ ছাড়া লিটন দাস ৪১ ও ডু প্লেসি করেছেন ৩৮ রান। খুলনার হয়ে পেরেরা দুটি উইকেট নিয়েছেন।

 

জয়ের জন্য ১৮৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে নাহিদুল ইসলামের প্রথম ওভারে ২ ছক্কা মেরে ১৬ রান নেন আন্দ্রে ফ্লেচার। ইনিংসের দ্বিতীয় ওভারেই খুলনার আক্রমণাত্মক ব্যাটিং থামান মোস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের স্টাম্পের বল তুলে মারতে গিয়ে মিড অফে দাঁড়িয়ে থাকা ইমরুল কায়েসের হাতে ক্যাচ দেন রনি তালুকদার। পরের বলে নাহিদুলের ওপর চড়াও হওয়া ফ্লেচারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন  মোস্তাফিজ। ডানহাতি এ ব্যাটার আউট হয়েছেন ৭ বেল ১৬ রানে।

 

হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলেও ইয়াসির আলী রাব্বিকে ফেরাতে পারেননি মোস্তাফিজ। এরপর সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ইয়াসির। ১৮ রান করা ইয়াসিরকে ফিরিয়ে তাদের ২৭ রানের জুটি ভাঙেন মঈন আলী। পরের ওভারে মুশফিকুর রহীমকে ফিরিয়েছেন আবু হায়দার রনি। বাঁহাতি এই পেসারের লেংথ বলে থার্ডম্যানে থাকা সুনীল নারিনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৪ বলে কোনো রান করতে না পারা খুলনার অধিনায়ক।

 

মুশফিকের পর সিকান্দার রাজার উইকেট তুলে নেন আবু হায়দার রনি। লেংথ বল খেলতে গিয়ে উইকেটকিপার মাহিদুল ইসলাম অঙ্কনের হাতে ক্যাচ দিয়েছেন রাজা। গত ম্যাচে হাফ সেঞ্চুরি করা রাজা এদিন ফিরেছেন ৮ বলে ৮ রানে। একপ্রান্ত আগলেও রাখলেও ২২ রানে মঈনের বলে ইমরুলকে ক্যাচ দিয়েছেন প্যাভিলিয়নের পথে হেঁটেছেন সৌম্য। ইনিংসের ১৫তম ওভারে শেখ মেহেদি হাসান ও রুয়েল মিয়াকে ফেরান নাহিদুল। শেষ দিকে থিসারা পেরেরার ২৩ বলে ২৬ রান কেবল খুলনার হারের ব্যবধানই কমিয়েছে।


মন্তব্য
জেলার খবর