সমন্বয়হীনতা নিয়ে অসন্তোষ

১৮ অগাস্ট ২০২১

শুরু থেকেই দেশে করোনা প্রতিরোধের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা আর সমন্বয়হীনতার অভিযোগ তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষত বিএনপি এখনো অভিযোগের সুরেই বলে যাচ্ছে কথা। এর মধ্যে এবার স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে বসা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সংসদ ভবনে এ বৈঠক হয়। স্বাস্থ্যমন্ত্রী এ কমিটির একজন সদস্য।  

সূত্রে জানা গেছে, বৈঠকে পর্যাপ্ত টিকা সংগ্রহ ছাড়াই গণটিকা, কঠোর বিধিনিষেধ চলমান অবস্থায় হঠাৎ গার্মেন্টস খুলে দেয়াসহ করোনা সংক্রান্ত  নানা বিষয়ে অব্যস্থাপনার কথা তুলে ধরা হয়েছে। শহর ও গ্রামাঞ্চলে ভিন্ন ধরনের (শহর অঞ্চলে মডার্নার টিকা  এবং গ্রামে সিনোফার্মের টিকা) টিকা প্রদানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। বিধিনিষেধ শিথিলকালে টিকা নেয়া  ছাড়া বাড়ির বাইরে বের না হওয়া নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেক হকের দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করা হয়।তবে এসব বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। এ প্রসঙ্গে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘চিন্তার কিছু নেই। যেসব সমস্যা রয়েছে তা অচিরেই ঠিক হয়ে যাবে।’

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর