লেনদেন কমেছে সূচকের মিশ্র প্রবণতায়

১৮ অগাস্ট ২০২১

সূচকের মিশ্র প্রবণতায় মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের কার্যদিবসের তুলনায় কমেছে  লেনদেন- ২৮০ কোটি টাকা। যদিও দরে বেড়েছে সিংহভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। লেনদেন হয় মোট ৩৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৯২টির,কমেছে ১৭৪টির আর  অপরিবর্তিত ছিল বাকি আটটির।

লেনদেন হয় মোট দুই হাজার ৬৭৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল দুই হাজার ৯৫৩ কোটি ৯২ লাখ টাকা। মঙ্গলবার বাজার মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫১ হাজার ২৩৫ কোটি টাকায়, বেড়েছে দুই হাজার ১৮৩ কোটি টাকা।তিনটি সূচকের মধ্যে ডিএসইএক্স ৩৮ দশমিক ২৪ পয়েন্ট  বেড়ে ছয় হাজার ৭৮৭ দশমিক ১৬ পয়েন্টে, ডিএসইএস সূচক শূন্য দশমিক ২০ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৬৯ দশমিক শূন্য তিন পয়েন্টে ও ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৪৪ পয়েন্ট কমে দুই হাজার ৪২২ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করে। লেনদেনে টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও দর বৃদ্ধিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষে থাকে ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর