ইয়াবাসহ যুবক আটক

১৮ অগাস্ট ২০২১

ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে তিনশ’ পিস ইয়াবাসহ মিরাজ (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৫ টার দিকে দক্ষিণ চাপড়ী গ্রামের একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। মিরাজ ওই গ্রামের আব্দুল খালেক মাঝির ছেলে। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর