১৭২ করোনা রোগীর প্রাণহানি

১৮ অগাস্ট ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে  করোনা আক্রান্ত ১৭২ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ২৪৮ জনের। শনাক্তের হার ১৭ দশমিক ৬৭। করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ১১২ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত  করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জনের। এর মধ্যে মারা গেছেন ২৪ হাজার ৭১৯ জন।সুস্থ হয়েছেন ১৩ লাখ ২৭ হাজার ২৮ জন। ৮৫ লাখ ২১ হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৯১।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহিত হয়েছে ৪২ হাজার ২১১টি, পরীক্ষা হয়েছে ৪১ হাজার ১৪টি।  মৃতদের মধ্যে ৯৪ জন পুরুষ, নারী ৭৮ জন। বিভাগের মধ্যে  ঢাকায় ৬৭ জন, চট্টগ্রামে ৪৭ জন, রাজশাহীতে ৮ জন, খুলনায় ১৬ জন, বরিশালে ৫ জন, সিলেটে ১৫ জন, রংপুরে ৪ জন এবং ময়মনসিংহে ১০ জন। সরকারি হাসপাতালে ১২৭ জন, বেসরকারি হাসপাতালে ৪২ জন এবং বাসায় ৩ জন মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর