শেষ পর্যন্ত খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮ অগাস্ট ২০২১

প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান শেষ পর্যন্ত খুলছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সচিব-সভায় শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেয়ার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কেন্দ্রে এ সভা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন,শুধু বিশ্ববিদ্যালয় না, স্কুলও খুলে দিতে হবে। যৌক্তিকতা প্রসঙ্গে বলেন, ঘরে থাকতে থাকতে বাচ্চাদের যথেষ্ট কষ্ট হচ্ছে। তাই এটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সেদিকে আমাদের নজর দেয়া দরকার।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয় ছাড়াও সভায় করোনা পরিস্থিতি ও প্রণোদনা দেয়া, সবার জন্য টিকা নিশ্চিতকরণ, স্বল্পোন্নত দেশের (এলডিসি) চ্যালেঞ্জ, ডেল্টা প্ল্যান, খাদ্য নিশ্চিতে গবেষণা, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ে সমন্বয়,কৃষি যান্ত্রিকীকরণ নিয়ে আলোচনা হয়।

এমকে

 


মন্তব্য
জেলার খবর