খাদ্য ঘাটতি ঠেকাতে বললেন প্রধানমন্ত্রী

১৮ অগাস্ট ২০২১

দেশে খাদ্য ঘাটতি ঠেকাতে খাদ্য ও কৃষি মন্ত্রণালয়কে পরস্পরে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, প্রয়োজনে চাল আমদানি করতে হবে।কিন্তু কিছুতেই যেন খাদ্য ঘাটতি না হয় দেশে। বুধবার সচিব-সভায় এসব কথা বলেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কেন্দ্রে এ সভা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে  সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী বলেছেন- চাহিদা অনুযায়ী আমাদের খাদ্য  উৎপাদনের পরিমাণটা কৃষি মন্ত্রণালয়কে জানাতে হবে। ঘাটতি থাকলে আমদানির প্রয়োজন হবে, উদ্বৃত্ত থাকলে আমদানির প্রয়োজন হবে না। এখন থেকে বসে (বৈঠক করে) সেটি ঠিক করতে হবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, চলতি বছরের বোরো ধান কৃষক ঘরে তুলেছেন। তিনবার বন্যা হওয়ার কারণে গত বছর আমনে ব্যাপক ক্ষতি হয়েছে। এবারো  বন্যার তেমন লক্ষণ নেই।  সে কারণে  খাদ্য এবং কৃষি মন্ত্রণালয়কে বসে একসঙ্গে কাজ করতে নির্দেশনা দেয়া হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর