মারা গেছেন সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মুনজিল

১৮ অগাস্ট ২০২১

বগুড়া প্রতিনিধি:

লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা গেছেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাঁর মৃত্যু হয়।  কয়েকদিন আগে লাইফ সাপোর্টে  নেয়ার পুর্বে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চার মাস ধরে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে দুই মেয়ে, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  তাঁর মৃত্যুর বিষয়টি সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু নিশ্চিত করেছেন।

জানা গেছে, মুনজিল আলী সরকার ১৯৭২ সালে উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৯৭৫ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি।  সারিয়াকান্দি ডিগ্রি কলেজে এক যুগের বেশি অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এদিকে অধ্যক্ষ মুনজিল আলী সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া, মেয়র মতিউর রহমান মতিসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা। 

 

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর