মন্তব্য
আফ্রিকার দেশ মাদাগাস্কার। ভয়াবহ ঘূর্ণিঝড় বাতসিরাইয়ের তাণ্ডবে লণ্ডভণ্ড দেশটি। এখন পর্যন্ত ৯২ জন নিহতের খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে দেশটির যোগাযোগ ব্যবস্থা। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মৃতের তথ্য আসতে দেরি হচ্ছে। ঝড়ে অন্তত ৯১ হাজার মানুষ গৃহহীন হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।
গত শনিবার রাতে দ্বীপ রাষ্ট্রটির দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় বাতসিরাই। এতে বসতবাড়ি ছাড়াও হাজার হাজার গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে। ঝড়টি রোববার রাতে দ্বীপটি ছেড়ে আফ্রিকার মূল ভূখণ্ডের দিকে এগিয়ে যায়।
বুধবার সকালে দেশটির দুর্যোগ প্রশমণ সংস্থা মৃত্যুর সংখ্যা ২৯ থেকে বাড়িয়ে ৮০ জন করে। তবে সর্বশেষ এ সংখ্যা ৯২ বলে জানানো হয়েছে। এর মধ্যে ৬০ জনের মৃত্যু দক্ষিণপূর্বাঞ্চলীয় ইকোনগো জেলায় হয়েছে।