ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও ট্রলারসহ দুই জলডাকাত আটক

১৮ অগাস্ট ২০২১

ভোলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে অস্ত্র ও দুটি ইঞ্জিনচালিত ট্রলারসহ দুই ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড।বুধবার ভোরে  গঙ্গাপুর লঞ্চঘাট এলাকার তেঁতুলিয়া নদী থেকে তাদেরকে আটক করা হয়। কোস্টগার্ড বলছে, তারা জলডাকাত, ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নের জালু ঢাড়ীর ছেলে মো. হাসান ও একই এলাকার বাসিন্দা ও মহসিনের ছেলে মো. রাকিব। অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- ৩টি দেশীয় পিস্তল, ৪টি রামদা, ৩টি করাত, ৫টি দা, ১টি কুড়াল, ১টি বাইনোকুলার ও অস্ত্র তৈরির সরঞ্জাম। ট্রলার দুটি ডাকাতির কাজে ব্যবহৃত হতো বলে জানিয়েছে কোষ্টগার্ড।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. বিএন মিডিয়া কর্মকর্তা এসএম তাহসিন রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, তাদের নামে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর