তুষের গুঁড়া-কয়লা-রঙ মিশিয়ে হয় হলুদ-মরিচের গুঁড়া!

১৮ অগাস্ট ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

ধানের তুষের গুঁড়া, সঙ্গে কয়লা ও রঙ একসঙ্গে মিশিয়ে তৈরি করা হয় হলুদ-মরিচের গুঁড়া! অবিশ্বাস্য হলেও সত্য এ ঘটনা ঘটতো চট্টগ্রাম মহানগরীর খাতুনগঞ্জ সেবা ট্রান্সপোর্ট গলির জনি মসললা মিলে। অভিযানকালে ঘটনার সত্যতা পাওয়ায় মিল কর্তৃপক্ষকে করা হয়েছে ২ লাখ টাকা জরিমানা, সঙ্গে ধ্বংস করা হয়েছে ৪০ কেজি ভেজাল মসলা। বুধবার এ অভিযান ও জরিমানসহ ভেজাল মসলা ধ্বংস করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এদিকে একই দিনে এ অধিদফতর নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মেয়াদবিহীন পণ্য সংরক্ষণের দায়ে জরিমানাসহ সতর্ক করেছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্রগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, মসলা মিল ছাড়াও কোতয়ালী থানা মোড়ের ইউনাইটেড মেডিসিন সেন্টারকে মেয়াদবিহীন কাটা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। নিউমার্কেট মোড়ের মেসার্স ফরিদুল আলম কোম্পানিকে মেয়াদোত্তীর্ণ দই বিক্রির জন্য রাখায় ২০ হাজার টাকা জরিমানাসহ দইগুলো ধ্বংস করা হয়। মহিম দাশ সড়কের আল ফারুক স্টোরকে উৎপাদন-মেয়াদ উল্লেখ বিহীন মোড়কজাত দুধ, বৈধ আমদানিকারকবিহীন বিদেশি পণ্য সংরক্ষণ করায় ৭ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়। তিনি জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর