দর কমেছে সিংহভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের । মিশ্র প্রবণতা দেখা যায় সূচকের।আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে ২০৭ কোটি ৯৫ লাখ টাকা। সেই সঙ্গে বাজার মূলধন কমেছে ৬৭৫ কোটি টাকা। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)’র পরিস্থিতি ছিল এমনই।
লেনদেন হয় মোট ৩৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট।এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ২১৬টির আর অপরিবর্তিত ছিল বাকি ২০টির।লেনদেন হয় দুই হাজার ৪৬৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল দুই হাজার ৬৭৩ কোটি ৪৯ লাখ টাকা।
বুধবার বাজার মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৫০ হাজার ৫৬০ কোটি টাকায়। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ১৫ দশমিক ৩১ পয়েন্ট কমে ছয় হাজার ৭৭১ দশমিক ৮৪ পয়েন্টে, ডিএসইএস দুই দশমিক ৭৭ পয়েন্ট কমে এক হাজার ৪৬৬ দশমিক ২৫ পয়েন্টে আর ডিএস৩০ সূচক চার দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দুই হাজার ৪২৬ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও দর বৃদ্ধিতে শাইনপুকুর সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শীর্ষে ছিল ।
এমকে