আফগানিস্তানে যুদ্ধ করতে যাওয়াটাকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় ভুল বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সাংবাদিক শন হ্যানিটির ট্রাম্পের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে আমাদের কয়েক ট্রিলিয়ন মার্কিন ডলার নষ্ট হয়েছে। যুদ্ধে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু পরিস্থিতির কোনও উন্নতি না হয়ে চরম খারাপের দিকে গেছে। অঞ্চলগুলোকে পুনর্গঠনের কাজ করতে হচ্ছে। সেখানে সবকিছুকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে আমাদের দীর্ঘ বাজে অভিজ্ঞতা রয়েছে। মধ্যপ্রাচ্যে আটকা যাওয়াটা চোরাবালিতে পড়ার মতোই ছিল। ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে মার্কিন সেনাদের সময় নষ্ট এবং অর্থের অপচয় হচ্ছে ও হয়েছে। আফগানিস্তানে লড়াই করতে যাওয়ার সিদ্ধান্ত ছিল নিকৃষ্টতম সিদ্ধান্ত।
বিবিসি বাংলা ও ফক্স নিউজ