ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল বিক্রয়কর্মীর

১২ ফেব্রুয়ারী ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান ট্রলির সঙ্গে নিজের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বিক্রয়কর্মী মঞ্জুরুল ইসলাম (৩৪)। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে চাটমোহর-অষ্টমনিষা আঞ্চলিক সড়কের পৈলানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট ট্রলিটি নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

মঞ্জুরুল ইসলাম নিউজিল্যান্ড ডেইরি কোম্পানির চাটমোহর টেরিটরিতে কর্মরত ছিলেন। পেশাগত কাজে ওই এলাকায় গিয়েছিলেন। তার বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর গ্রামে, মৃত মফিজ উদ্দিন তার বাবা।

জানা গেছে, সংঘর্ষের সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন মঞ্জুরুল ইসলাম। তাকে আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে চাটমোহর সরকারি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বড়াইগ্রাম এলাকায় তার মৃত্যু হয়। ট্রলিটি মাটি নিয়ে অষ্টমনিষার দিকে যাচ্ছিল। মঞ্জুরুল ইসলাম আসছিলেন চাটমোহরের দিকে।

চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ দুর্ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর