দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫৯ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা হয়েছে ছয় হাজার ৫৬৬ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ১৫৩ জন। শনাক্তের হার ১৭ দশমিক ৬৪ । বৃহস্পতিবার এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ১৫৩ জন, মারা গেছেন ২৪ হাজার ৮৭৮ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৮৫ লাখ ৫৯ হাজার ৫৪টি। শনাক্তের হার ১৬ দশমিক ৯১।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহিত হয়েছে ৩৭ হাজার ৪২৯টি, পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ২২৭টি। মৃতদের মধ্যে পুরুষ ৭৬ জন, নারী ৮৩ জন। বিভাগের মধ্যে ঢাকার ৫০ জন, চট্টগ্রামের ৩৮ জন, রাজশাহীর ১৩ জন, খুলনার ১২ জন, বরিশালের ১০ জন, সিলেটের ২৩ জন, রংপুরের ৮জন, আর ময়মনসিংহের ৫ জন। সরকারি হাসপাতালে ১২৯ জন, বেসরকারি হাসপাতালে২৬ জন আর বাড়িতে ৪ জন মারা গেছেন ।
এমকে