সরকারি ব্যাংকগুলো এখন আয় করে ব্যয় করছে

১৯ অগাস্ট ২০২১

দেশের সরকারি ব্যাংকগুলো এখন আয় করে ব্যয় করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বলেছেন, দুই-তিন বছর আগেও এ ব্যাংকগুলো সরকারের কাছ থেকে টাকা নিয়ে রিফাইন্যান্সিং করে চলতো। এখন রিফান্ডিং করার কোনো ব্যবস্থা নেই। বৃহস্পতিবার  সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান অর্থমন্ত্রী।সরকারি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

অর্থমন্ত্রী জানান, আমাদের দেশের ইন্টারেস্ট রেটটা বিশ্বের সবার চাইতে বেশি।  আমাদের মতো ইনফ্লেশন রেট খুব কম দেশে পাওয়া যায়।  তিনি জানান, বিশ্বের কোথাও কোনো ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট পাওয়ার পরিবর্তে ইন্টারেস্ট দিতে হয়। তাই অফিশিয়াল ব্যবসা করে বিদেশে ব্যাংকে টাকা রেখে কিছু (ইন্টারেস্ট) না পাওয়ায় প্রবাসে থাকা বাংলাদেশিরা এখন তাদের টাকা দেশে নিয়ে আসেন।দেশে টাকা এনে বিনিয়োগ করে তারা লাভবান হতে পারেন। দেশের অর্থনীতি ভালো হলে পুঁজিবাজারের অবস্থাও চাঙা থাকবে-যোগ করেন অর্থমন্ত্রী।

এমকে


মন্তব্য
জেলার খবর