তদন্ত শেষেই বলা যাবে- বরিশাল সদর ইউএনও’র সরকারি বাসভবনে হামলার ঘটনায় কারো প্ররোচনা ছিল কি-না।সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, এ ঘটনায় মামলা হয়েছে, বিষয়টি এখন তদন্তাধীন।এ ঘটনায় দোষী ও প্ররোচনাকারীদের শাস্তি হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে কার ভূমিকা কী ছিল। বর্তমানে সেখানে উত্তেজনাপূর্ণ অবস্থা নেই। তিনি জানান, কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব- পরিস্থিতি স্বাভাবিক করা। বরিশালের উদ্ভূত পরিস্থিতি ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিক করেছে।
প্রসঙ্গত, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার-পোষ্টার অপসারণকে কেন্দ্র করে বুধবার রাতে বরিশাল সদর ইউএনও’র বাসায় হামলা চালানো হয়।এ সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। অভিযোগ ওঠেছে হামলা ও সংঘর্ষের এ ঘটনায় ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা জড়িত।
এমকে