১৯ দিনে ৪৫৯৩ ডেঙ্গু রোগী শনাক্ত

১৯ অগাস্ট ২০২১

চলতি মাসের ১৯ দিনে দেশে ৪ হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যায় একক মাস হিসাবে এখন পর্যন্ত এটাই চলতি বছরের সর্বোচ্চ শনাক্ত। আর চলতি বছরে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৭ হাজার ২৫১ জন। আক্রান্তদের মধ্যে ৯০ ভাগের বেশির বসবাসই রাজধানী ঢাকায়। এখন পর্যন্ত ৩১ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে থেকে এসব জানা গেছে। 

গত ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে কন্ট্রোল রুম বলছে, শনাক্ত হয়েছে ২৭০ জন, এর মধ্যে ২৪০ জনের বসবাস ঢাকায়, বাকি ৩০ জন ঢাকার বাইরে। বর্তমানে ১ হাজার ২৩৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি আছেন। এর মধ্যে এক হাজার ১৪৫ জন ঢাকায়, বাকি ৯৩ জন ঢাকার বাইরে- অন্য বিভাগে। চলতি বছরে হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে ৫ হাজার ৯৮২ জন চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর