মন্তব্য
আফগান সংবাদমাধ্যমে কর্মরত আফগানিস্তানের সাংবাদিক শবনম দওরানকে কাজ করতে হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
পরিচয়পত্র দেখিয়েও অফিসে প্রবেশ করতে পারেননি শবনম। অফিসে থেকে শবনমকে সাফ জানিয়ে দেওয়া হয়, ‘তুমি মেয়ে। নিজের বাড়িতে ফিরে যাও এবার।’
শবনম বলেন, আমি আর এখানে কাজ করতে পারব না। এই মুহূর্তে আফগানিস্তানে থাকাই কঠিন হয়ে পড়ছে। কারও থেকে সমর্থন পেলে আমি দেশ ছাড়তে রাজি।
এনডিটিভি