মন্তব্য
গত ১৬ আগস্ট কাবুল থেকে যাওয়া একটি সি-১৭ বিমানের চাকায় তরুণ আফগান ফুটবলার জাকি আনওয়ারির দেহাবশেষ খুঁজে পায় যুক্তরাষ্ট্র।
দেশটির বয়সভিত্তিক টিমে খেলতেন জাকি আনওয়ারি। ১৬ বছর বয়সে জাতীয় পর্যায়ে বয়সভিত্তিক দলে খেলার সুযোগ পেয়েছিলেন।
জাকি আনওয়ারির এমন বিদায়ে আফগানিস্তানের ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।