শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ২০ জন করোনা রোগী মারা গেছেন। আর নমুনা পরীক্ষায় রোগটি ধরা পড়েছে পাঁচ হাজার ২৩ জনের। ১৬ দশমিক ৫০ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি ছিল। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৮২১ জন। শনিবার বিকালে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ লাখ চার হাজার ৮২৬ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৭৯১ জন, সুস্থ হয়েছেন ১৬ লাখ ৬৪ হাজার ৮০২ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৯ লাখ ৬২ হাজার ৫২৪টি। শনাক্তের হার ১৪ দশমিক ৬৯।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৯ হাজার ৯০৪টি, পরীক্ষা হয়েছে ৩০ হাজার ৪৪৮টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ জন আর নারী আটজন। বিভাগের মধ্যে ঢাকায় ১৩, রাজশাহী ও খুলনায় দুইজন করে আর বরিশাল, সিলেট ও রংপুরে একজন করে রয়েছে। সরকারি হাসপাতালে ১২ জন ও বেসরকারি হাসপাতালে আটজন মারা গেছেন, চিকিৎসাধীন ছিলেন সবাই।
এমকে