তালেবানের হাতে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র

২০ অগাস্ট ২০২১

আফগান সেনারা যুক্তরাষ্ট্রের দেওয়া যেসব সমর সরঞ্জাম ফেলে পালিয়েছে; সেসব সামরিক অস্ত্র এখন তালেবানের হাতে।

এসব সমর সরঞ্জামের মধ্যে রয়েছে- স্ক্যানইগল মিলিটারি ড্রোন, হামভি যানসহ ২ হাজারের মতো সাঁজোয়া যান, নতুন নতুন নানা সমরাস্ত্র, ব্ল্যাক হক হেলিকপ্টারসহ ৪০টি উড়োজাহাজ, রাতের অন্ধকারের দেখার জন্য নাইট-ভিশন গগলস, অত্যাধুনিক বন্দুক, রকেট, ।

রয়টার্স


মন্তব্য
জেলার খবর