আজ পবিত্র আশুরা

২০ অগাস্ট ২০২১

আজ ১০ মহররম, শুক্রবার। পবিত্র আশুরা। হিজরি ৬১ সনের এ দিনে কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) এবং তার পরিবারের সদস্যরা। সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করেছিলেন তাঁরা।

দিনটি ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ দিবস হিসেবে পালিত হয় মুসলিম বিশ্বে। কারবালার শোকাবহ এ ঘটনা মুসলমানদের মাঝে অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যোগায়। প্রেরণা জোগায় সত্য ও সুন্দরের পথে চলতে।

এদিকে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে সারাদেশ। রাজধানী ঢাকায় পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। করোনার কারণে আগেই বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা ও মিছিল।

অন্যদিকে আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় নফল রোজা, নামাজ, দান-খয়রাত, জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করবেন মুসল্লিরা।

এমকে


মন্তব্য
জেলার খবর