চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
যাত্রী নিয়ে রওনা দেয়ার দুই দিনের মাথায় বিলে বানের পানিতে পাওয়া গেল অটোরিকশা চালক ইমন হোসেনের অর্ধগলিত লাশ। শুক্রবার সকালে স্থানীয়রা দেখে খবর দিলে দুপুর সাড়ে বারোটার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। দড়ি দিয়ে বাঁধা ছিল তার হাত-পা। মাঝের সময়টায় নিখোঁজ ছিলেন তিনি। ঘটনাটি পাবনার চাটমোহর উপজেলার।
চাটমোহর-মান্নাননগর আঞ্চলিক সড়কের হান্ডিয়াল দরাপপুর ব্রিজ সংলগ্ন এলাকায় লাশটি ভাসছিল। ইমন হোসেনের বাড়ি উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামে। অটোরিকশা ছিনতাইয়ে বাঁধা দেয়ায় ছদ্মবেশের যাত্রীরা তাকে হত্যা করতে পারে বলে ধারণা করছে লাশের প্রত্যক্ষদর্শীরা।
জাকির হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, যাত্রী নিয়ে রওনা দেয়ার ঘটনা ছিল গত বুধবার রাত দশটার দিকের। পাশ্ববর্তী জেলার মান্নাননগর থেকে চারজন যাত্রী নিয়ে রওনা হয় চাটমোহরের উদ্দশ্যে। এরপর থেকে ইমনের মোবাইল বন্ধ ছিল, খোঁজ পাওয়া যাচ্ছিল না। চেষ্টা করেও খোঁজ না পাওয়ায় চাটমোহর থানায় একটি জিডি করা হয়। লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি- লাশটি ইমনেরই।
চাটমোহর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলছেন, ঘটনায় জড়িত সন্দেহে কাউকে এখনো শনাক্ত করা যায়নি, তবে চেষ্টা চলছে। ভিকটিমের অটোরিকশায় যাত্রী ওঠেছিল মান্নাননগর থেকে।
এমকে