দেশে একটি আইপি টিভিরও অনুমোদন নেই: তথ্য প্রতিমন্ত্রী

২০ অগাস্ট ২০২১

শেরপুর প্রতিনিধি:

দেশে কোনো আইপি টিভির অনুমোদন নেই। অনুমোদনহীন ও অবৈধ আইপি টিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেবে সরকার। আর আইপি টিভি সংশ্লিষ্ট যাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।শুক্রবার দুপুরে শেরপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

শেরপুর প্রেসক্লাবের আয়োজনে সার্কিট হাউজে সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানের আগে সাংবাদিকদের মুখোমুখি হন তথ্য প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী মুরার হাসান জানান, এ পর্যন্ত সাতশ’ আইপি টিভির আবেদন জমা পড়েছে। যাচাই-বাচাই শেষে অনুমোদন প্রক্রিয়া শুরু হবে। অনলাইন পোর্টালের অনুমোদন কার্যক্রম চলমান আছে। বাকীগুলোও পর্যায়ক্রমে দেয়া হবে।

এ সময় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

তারিকুল ইসলাম/এমকে

 


মন্তব্য
জেলার খবর