বরিশাল সদর ইউএনও’র সরকারি বাসায় হামলাসহ এ ধরণের ঘটনার মাঝে ব্যর্থ রাষ্ট্রের লক্ষণ খুঁজে পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আর এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও ডাক দিয়েছেন তিনি। বলেছেন, দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।শুক্রবার দলের সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় বরিশালের ঘটনা প্রসঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, শুধু বরিশাল নয়, অনেক জায়গায়ই দেখেছি- প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্তদের একটা সংঘর্ষ হচ্ছে, সংঘাত হচ্ছে। বর্তমানে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ব্যর্থ হচ্ছে, এটা তার লক্ষণ। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন। এ জন্য আওয়ামী লীগের নির্বাচত প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের সম্মুখযুদ্ধ শুরু হয়েছে।
ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন করেন স্মৃতি সংসদের সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়। আরো বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, স্মৃতি সংসদের এম সিরাজুল হক, রাশিদুজ্জামান মিল্লাত, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সুলতান মাহমুদ বাবু, নিলোফার চৌধুরী মনি, ফরিদুল কবির তালুকদার শামীম, ওয়ারেস আলী মামুন, সুলতান সালাহউদ্দিন টুকু, এম তোজাম্মেল হোসেন, শামসুজ্জামান মেহেদী এবং প্রয়াত ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের জামাতা মাহমুদুল হাসান প্রমুখ।
এমকে