মন্তব্য
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে মোমিনুল ইসলাম মোমিন (৩৫) নামের এক থাই ব্যবসায়ী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জেলা শহরের সবুজপাড়ায় নিজের বাড়িতে তার শোবার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। ব্যবসায় লোকসানের কারণে হতাশাগ্রস্থ হয়ে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করতে পারেন বলে মনে করছেন স্থানীয়রা।মোমিনের বাবার নাম সাব্বির আলী।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে এগারটার দিকে মোমিনকে ডাকডাকি করেও সাড়াশব্দ পাওয়া যায়নি।এ সময় তার ঘরের দরজা বন্ধ ছিল। পরে ঘরের পেছনের জানালা দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়।
নীলফামারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যু(ইউডি) মামলা হয়েছে।
মহিনুল ইসলাম সুজন/এমকে