চাঙা শেয়ার বাজার, সৃষ্টি হচ্ছে রের্কড

২১ অগাস্ট ২০২১

কিছুদিন ঝিমিয়ে থাকা শেয়ার বাজার করোনার শক্ত ধাক্কার মধ্যেও চাঙা হতে শুরু করেছে।লেনদন, মূলধন, সূচক- সব ক্ষেত্রেই সৃষ্টি হচ্ছে নতুন নতুন রেকর্ড।একই সঙ্গে বিনিয়োগকারীরা ফিরে পাচ্ছেন তাদের হারিয়ে যাওয়া হাজার হাজার কোটি টাকা।

এদিকে শেয়ারবাজারের চলমান পরিস্থিতিতে ঋণসীমার পরিধি বাড়িয়ে দেয়া সংক্রান্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)’র ঘোষণায় নতুন আশা জাগছে বিনিযোগকারীদের মাঝে।বিএসইসি বলছে, প্রধান সূচক ডিএসইএক্স ৮ হাজার পয়েন্টে না পৌঁছানো পর্যন্ত শেয়ার কেনার ক্ষেত্রে ১০০ টাকার বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ ৮০ টাকার ঋণ সুবিধা বহাল থাকবে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের এ সুবিধা দেয়া হয়েছে। বিএসইসি’র আগের নির্দেশনায় উল্লেখ ছিল- ডিএসইএক্স ৭ হাজার পয়েন্ট অতিক্রম করলে  সুদ কমে ১০০ টাকার বিপরীতে ৫০ টাকা হয়ে যাবে।  আর ৭ হাজার পয়েন্ট পর্যন্ত ঋণ মিলবে ১০০ টাকার বিপরীতে ৮০ টাকা।  ঋণের এ সীমা এখনো বহাল রয়েছে।

তথ্য বলছে, গত সপ্তাহে ডিএসই’র তিনটি সূচকই ইতিহাসের সর্বোচ্চ স্থানে পৌঁছেছে।  বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছে ১ হাজার ৮৫২ কোটি ৯৫ লাখ ১২ হাজার ৮৮৭ টাকা। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।  এ সপ্তাহে লেনদেন হয়েছে চার দিন।  আগের সপ্তাহের চেয়ে ৬১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৬০ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। পাশাপাশি ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ২ হাজার ৪২৩ পয়েন্ট দাঁড়িয়েছে। বেশিরভাগ শেয়ার ও সূচক বাড়ায় বাজার মূলধন অতীতের সব রেকর্ড ভেঙে  ৫ লাখ ৪৯ হাজার ৭২১ কোটি ৬২ লাখ ৪ হাজার ৪৫৫ টাকায় দাঁড়িয়েছে। চার দিনে লেনদেন হয়েছে মোট  ১০ হাজার ৩১১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার ৫৯৫ টাকা। আগের সপ্তাহে মোট চার কার্যদিবসে লেনদেন হয় ১০ হাজার ৬৫৪ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ৯০৭ টাকা।গত সপ্তাহে লেনদেনে অংশ নেয়া  ৩৮২টি  প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২২৪টির,কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির।

এমকে


মন্তব্য
জেলার খবর