আফগানদের ঠেকাতে প্রাচীর নির্মাণ

২১ অগাস্ট ২০২১

আফগানদের প্রবেশ ঠেকাতে প্রতিরক্ষা বেষ্টনী দিয়ে নিরাপত্তা জোরদার করেছে গ্রিস।

তুরস্ক লাগোয়া সীমান্তে ৪০ কিলোমিটারজুড়ে এই প্রতিরক্ষা বেষ্টনী দেয়া হয়েছে।

আমরা বিরুপ প্রভাবের জন্য অপেক্ষা করতে পারি না বলে মন্তব্য করেছেন  গ্রিসের নাগরিক সুরক্ষামন্ত্রী মিচালিস ক্রিসোচোইডিস।

বিবিসি


মন্তব্য
জেলার খবর