১২০ করোনা রোগীর মৃত্যু

২১ অগাস্ট ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত  ১২০ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৯৯১ জনের। শনাক্তের হার ১৬ দশমিক ৭১ করোনা থেকে সুস্থ হয়েছেন সাত হাজার ৬৬৬ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জনের। এর মধ্যে মারা গেছেন ২৪ হাজার ১৪৩ জন। সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৮৬ লাখ ১৭ হাজার ৮২৮টি। শনাক্তের হার ১৬ দশমিক ৯১।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২৩ হাজার ৪৯৩টি,পরীক্ষা হয়েছে ২৩ হাজার ৮৮২টি। মৃতদের মধ্যে পুরুষ ৬৯, নারী ৫১ জন। বিভাগের মধ্যে ঢাকার ৪০ জন, চট্টগ্রামের  ২৭ জন, রাজশাহীর নয় জন, খুলনার ১৫ জন, বরিশালের তিন জন, সিলেটের ১৩ জন, রংপুরের  সাত জন ও ময়মনসিংহের ছয় জন। সরকারি হাসপাতালে ৯৭ জন, বেসরকারি হাসপাতালে ২২ জন এবং বাড়িতে একজন মারা গেছেন ।

এমকে


মন্তব্য
জেলার খবর