২৪ ঘণ্টায় ২৭৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

২১ অগাস্ট ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে ২৭৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে চলতি আগস্ট মাসে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৯২ জন। চলতি বছরে এখন পর্যন্ত  ভর্তি হয়েছেন সাত হাজার ৭৫০ জন, মারা গেছেন ৩৫ জন ডেঙ্গু রোগী।শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে এসব জানা গেছে।

কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তিকৃতদের মধ্যে ২৫৭ জন ঢাকার,বাকি ২১ জন ঢাকার বাইরের। বর্তমানে এক হাজার ২০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন হাসপাতালে। এর মধ্যে এক হাজার ১১৯ জন ঢাকায় এবং বাকি ৮৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছর হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে ছয় হাজার ৫০৯ জন চিকিৎসায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর