এখন থেকে দেশের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার প্রক্রিয়া করবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী। এ ভাতা বিতরণ সহজ করতেই এমন উদ্যোগ। গভর্মেন্ট টু পারসন (জিটুপি) পদ্ধতিতে এ ভাতা সরাসরি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এ জন্য ভাতা বিতরণ নীতিমালারও সংশোধন করা হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতদিন এ ভাতার প্রক্রিয়া করতো সমাজসেবা অফিস।
সংবাদ বিজ্ঞপ্তিটিতে আরো জানানো হয়েছে, বিষয়টি নিয়ে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণও দেয়া হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। বলেন, দেশের অন্যান্য সেক্টরের মতো বীর মুক্তিযোদ্ধাদেরও ডিজিটাল সেবার আওতায় আনা হয়েছে। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের আন্তরিকভাবে সেবা দিতে সোনালী ব্যাংকে কর্মরতদের অনুরোধ জানান তিনি।
এমকে