আ.লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

পদে পদে বাধা ঠেলে আ.লীগকে ক্ষমতায় এনেছি

২১ অগাস্ট ২০২১

বঙ্গবন্ধুকে হত্যার পরে দেশে ফিরে কোনদিনই সুস্থভাবে নিজে রাজনীতি করার সুযোগ পাননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বলেছেন- যখন সেখানে গেছি, প্রতিটি স্থানেই বোমা হামলা-মঞ্চ পুড়িয়ে দেয়া হয়েছে, নানাভাবে হয়রানি করা হয়েছে। পদে পদে বাধা ঠেলে দলকে সুসংগঠিত করতে ও ক্ষমতায় আনতে পেরেছি। একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শনিবার আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন তিনি।

আওয়ামী লীগ সভানেত্রী জানান, বঙ্গবন্ধুকে হত্যার পরে ছয় বছর দেশে আসতে পারিনি, আসতে দেয়া হয়নি। আওয়ামী লীগ সভানেত্রী করার পর অনেকটা জোর করেই ফিরেছি। তিনি জানান, রাজনীতি করতে গিয়ে গ্রেনেড, বোমা, গুলি অনেক কিছুই চোখের সামনে দেখেছি। বারবার মৃত্যুকে সামনে পেয়েছি, সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু যেভাবেই হোক বেঁচে গেছি, আল্লাহ বাঁচিয়েছেন। এ সময় ১৫ আগষ্টের হত্যাকাণ্ড প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।

বর্তমান সরকারের কর্মকাণ্ডের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বাংলাদেশ উন্নয়ন দেশের মর্যাদা পেয়েছে। করোনা সঙ্কট থেকে উত্তরণ ঘটিয়ে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে পারবেন বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

সভায় আরো বক্তব্য দেন- দলের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কেন্দ্রীয় নেতা ও বিএমএ সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ মান্নাফী প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর