সুরমা-কুশিয়ারা ছাড়া দেশের সব প্রধান নদ-নদীতে হু হু করে বাড়ছে পানি। এতে নদী অববাহিকায় থাকা এলাকাগুলো প্লাবিত হচ্ছে। চার পয়েন্টে দুধকুমার, যমুনা, পদ্মা ও গড়াই নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ওপরে। পরবর্তী ২৪ ঘণ্টায় যমুনা নদীর আরিচা ও আত্রাই নদীর বাঘাবাড়ি পয়েন্টেও পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আভাস পাওয়া গেছে। মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম ও সিলেটসহ দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় হওয়া বৃষ্টি পানি বৃদ্ধির কারণ। শনিবার বিকালে এমন তথ্য পাওয়া গেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সংশ্লিষ্টদের কাছে থেকে।
এদিকে বানের পানি বাড়তে থাকায় প্লাবিত এলাকার মানুষের ভোগান্তি বেড়েছে। পানিবন্দি হয়ে পড়ায় মানবেতর জীবন-যাপন করছেন তারা।ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা।দরিদ্র পরিবারগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সঙ্কট। অন্যদিকে পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে পরবর্তী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, বাড়তে থাকা সব প্রধান নদ-নদীর পানি বৃদ্ধির ধারা আগামী ২৪ ঘণ্টাও অব্যাহত থাকতে পারে। তবে তিস্তার পানি না বেড়ে থাকতে পারে স্থিতিশীল। শনিবার পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদীর পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়েছে। মথুরা পয়েন্টে যমুনার পানি ৮, গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি ৪২ এবং কামারখালি পয়েন্টে গড়াইয়ের পানি ২০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়েছে।
ওদিকে আবহাওয়া অধিদফতর জানায়, পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই ধরনর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়। বৃষ্টিপাতের সময় দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। মৌসুমি বায়ুর বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। এর প্রভাবে হতে পারে এ ধরনের বৃষ্টিপাত।
এমকে