চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহরে গভীর রাতে এক ব্যক্তির গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এক যুবককে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। আর গণপিটুনির আগে জাপটে ধরা গোয়ালের মালিকের হাত থেকে ছুটতে তাকে গোয়ালেই কাচি দিয়ে কুপিয়েছে সে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে, বিলচলন ইউনিয়নের সোনাহারপাড়া গ্রামে।
গণপিটুনির শিকার যুবকের নাম রফিকুল ইসলাম, তার বাড়ি একই ইউনিয়নের কুমারগাড়া গ্রামে, ঘর নির্মাণ শ্রমিক আক্কাস আলীর ছেলে সে। ভুক্তভোগী গোয়াল মালিকের নাম আবু তালেব চৌধুরী (৩০)। পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এলাকাবাসী জানায়, ঘটনার আগে আবু তালেব চৌধুরীর বাড়ির গোয়ালে ঢোকে রফিকুল ইসলাম। সেখান থেকে গরু নিয়ে যাবার সময় টের পান আবু তালেব। এ সময় আবু তালেব তাকে জাপটে ধরে হাক-ডাক দেওয়া শুরু করেন। আবু তালেবের হাত থেকে ছুটে যেতে তাকে কোপ দেয় রফিকুল । তৎক্ষণে বাড়ির সদস্যরাসহ পড়শিরা এসে জড়ো হয়। এরপরই শুরু হয় গণপিটুনি। খবর পেয়ে থানা পুলিশ রফিকুলকে উদ্ধার করে চাটমোহরে হাসপাতালে ভর্তি করে।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, গণপিটুনির শিকার যুবকসহ অজ্ঞানামা ৩/৪ জনের নামে মামলা হয়েছে।
এমকে