মন্তব্য
হ্যারিকেন হেনরির হুমকির মুখে ব্রঙ্কস, কিংস, নাসাউ, নিউ ইয়র্ক সিটি, কুইন্স, রিচমন্ড, সফক, ওয়েস্টচেস্টার, পুটনাম, রকল্যান্ড, অরেঞ্জ, ডাচেস, সুলিভান, কলম্বিয়া, ডেলাওয়্যার, গ্রিন, ব্রুম, চেনাঙ্গো, ওটসেগো ও রেনসেলেয়ার, স্কোহারি, আলবেনি, মন্টগোমারি, শেনেকটডি, সারাতোগা এবং সংলগ্ন কাউন্টিগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো।
গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই ঝড়টি মোকাবিলার প্রস্তুতি নিতে ন্যাশনাল গার্ডসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়ের ফলে তীব্র বাতাসের পাশাপাশি বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।