কন্ট্রোলরুমে আগুন লাগায় শেরপুরে টেলিফোন সেবা বন্ধ

২২ অগাস্ট ২০২১

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)’র জেলা কার্যালয়ের সুইচ কন্ট্রোলরুমে  আগুন লাগার ঘটনায় গোটা জেলাসহ পাশ্ববর্তী উপজেলায় টেলিফোন যোগাযোগ সেবা বন্ধ হয়ে গেছে। রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। আগুনে অর্ধকোটি টাকার‌ ক্ষয়ক্ষতি হয়েছে বলে  অনুমান করছেন শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুবল চন্দ্র দেবনাথ।শহরের শহীদ বুলবুল সড়ক এলাকায় এ কার্যালয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিটিসিএল ময়মনসিংহের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ, জামালপুর-শেরপুর জোনের উপ-মহাব্যবস্থাপক জয়নাল আবেদীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

স্টেশন অফিসার সুবল চন্দ্র দেবনাথ জানান, ভোর সাড়ে চারটার দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। তদন্ত সাপেক্ষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণটা বলা যাবে।

বিটিসিএল শেরপুরের সহকারি ব্যবস্থাপক (টেলিকম) ইসমাইল হোসেন  বলেন, বিটিসিএল অফিসের নিচতলায় দায়িত্বরত আনসার সদস্যরা দ্বিতীয়তলায় থাকা সুইচ কন্ট্রোলরুমে আগুনের শিখা দেখতে পান। পরে শেরপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কন্ট্রোলরুমে থাকা ২টি এসি, ১ হাজার ইউনিট প্রকল্পের ওডিএফ মেশিনসহ আনুমানিক প্রায় ৬০ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সুইচ কন্ট্রোলরুম বিকল হয়ে যাওয়ায় জেলার পাঁচ উপজেলাসহ পার্শ্ববর্তী  বকশীগঞ্জ, রৌমারী ও রাজীবপুর উপজেলার টেলিফোন সেবা বন্ধ রয়েছে। এছাড়া ওই কন্ট্রোল রুম থেকে সংযোগ যাওয়া ১৪টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সেবাও বন্ধ রয়েছে।

উপ-মহাব্যবস্থাপক  জয়নাল আবেদীন বলেন,দ্রুত সময়ের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্তের পর বিস্তারিত আপনাদের (সাংবাদিক) জানাতে পারবো।

 

তারিকুল ইসলাম/এমকে

 


মন্তব্য
জেলার খবর