আগের ২৪ ঘণ্টার তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগীর মৃত্যু ও শনাক্তের সংখ্যাটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩৯ জন, শনাক্ত হয়েছে চার হাজার ৮০৪ জন। এর আগের ২৪ ঘণ্টায় মারা যায় ১২০ জন, শনাক্ত হয় তিন হাজার ৯৯১ জন। স্বাস্থ্য অধিদফতরের শনিবার ও রোববারের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে পাওয়া গেছে এ তথ্য।
করোনার সার্বিক পরিস্থিতি তুলে ধরে রোববার স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, এখন পর্যন্ত ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৫ হাজার ২৮২ জন। সুস্থ হয়েছেন ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন। ৮৬ লাখ ৪৯ হাজার ৫১৭টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৯০।
গত ২৪ ঘণ্টার পরিস্থিতি সম্পর্কে স্বাস্থ্য অধিদফতর জানায়, সুস্থ হয়েছেন আট হাজার ৪৫৩ জন।নমুনা সংগৃহিত হয়েছে ৩০ হাজার ৬১৮টি, পরীক্ষা হয়েছে ৩১ হাজার ৬৮৯টি। শনাক্তের হার ১৫ দশমিক ১৬। মৃতদের মধ্যে পুরুষ ৭২ জন আর নারী ৬৭ জন। বিভাগের মধ্যে ঢাকার ৩৮ জন, চট্টগ্রামের ৩১ জন, রাজশাহীর ১৫ জন, খুলনার ১৭ জন, বরিশাল ও রংপুরের আটজন করে, সিলেটের ১২ জন ও ময়মনসিংহের ১০ জন। সরকারি হাসপাতালে ১১৬ জন, বেসরকারি হাসপাতালে ১৯ জন ও বাড়িতে চার জন মারা গেছেন ।
এমকে