প্রায় সোয়া ২ লাখ মে.টন চাল আমদানির অনুমতি

২২ অগাস্ট ২০২১

সিদ্ধ ও আতপ মিলে আরো প্রায় সোয়া ২ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে দেশের ৭৩ প্রতিষ্ঠানকে। অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ দিনের মধ্যে এলসি খুলতে হবে এবং ২৫ সেপ্টেম্বরের মধ্যে সমুদয় চাল বাজারজাত করতে হবে। আর চাল বিক্রি করতে হবে প্লাস্টিক বস্তায়। রোববার এ অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

এ চালের মধ্যে সিদ্ধ চালের পরিমাণ দুই লাখ ছয় হাজার মেট্রিক টন, বাকি ১৬ হাজার মেট্রিক টন আতপ  চাল।এর আগের দিন  ৯২টি প্রতিষ্ঠানকে সব মিলে ৩ লাখ ৪১ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয় খাদ্য মন্ত্রণালয়।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, চাল আমদানিতে বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) ইস্যু করা যাবে না। এ চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে পুনরায় প্যাকেটজাতও করা যাবে না।  নির্ধারিত সময়ে এলসি খুলতে ব্যর্থ হলে বরাদ্দ আদেশ বাতিল হবে।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর